২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

নতুন ভ্যারিয়েন্টে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র

Advertisement

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন গোটা দুনিয়া। সংক্রমণের বিস্তার রোধে ইতোমধ্যে বিধিনিষেধের আরোপোর কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি আভাস দিয়েছেন, যে দেশগুলোতে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে সেসব দেশের ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের আরও তথ্য পেতে হবে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের কারও শনাক্তের খবর পাইনি’।

যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান ডা. ফাউসি।

বলেন, ‘নতুন ধরন একটি সতর্কবার্তা। যেই ভ্যাকসিনগুলো এখন পর্যন্ত আছে গুরুতর অসুস্থতা প্রতিরোধ করতে সক্ষম। তবে ভালোভাবে এই ভ্যারিয়েন্ট সম্পর্কে পরীক্ষা না করে বলা যাচ্ছ না এখনই’।

এদিকে দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিল করেছে ব্রিটেন। একই সঙ্গে ওই দেশগুলো থেকে আসা ব্রিটিশ ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement