১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

ঢাকামুখী লঞ্চে ভিড়

Advertisement

তৈরি পোশাকসহ রফতানিমুখী শিল্প-কারখানা খোলায় গতকাল শনিবার দুপুর থেকেই দেশের দক্ষিণাঞ্চলের লঞ্চঘাটগুলোতে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। আজ সকাল পর্যন্ত ঢাকার সদরঘাটেও ভিড়েছে বেশ কিছু লঞ্চ। যাতে গাদাগাদি মানুষের ভিড়ে ছিল না স্বাস্থ্যবিধি মানার কোন বালাই।

শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আজ দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। লঞ্চে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন যাত্রীরা।

সকাল ৮টা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাট, ভোলা নদীবন্দর এবং চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে পাঁচটি লঞ্চ। এ ছাড়া ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটের উদ্দেশে দুটি সিট্রাক ও দুটি লঞ্চ ছেড়ে গেছে।

জানা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই এসব লঞ্চ গন্তব্য ছাড়ছে। একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি অন্যদিকে বাড়তি ভাড়ায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি মানাতে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডকে প্রচারণা চালাচ্ছে। যাত্রীদের অভিযোগ, লঞ্চ কর্তৃপক্ষ অতিরিক্ত নিচ্ছে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কামরুজ্জামানের দাবি, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার যাত্রীদের সুবিধার্থে সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করতে বলা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement