টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। তার দুইদিন আগেই ঢাকায় পৌঁছেছেন কিউইদের দুই ক্রিকেটার। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরাসরি বাংলাদেশের বিমান ধরেছিলেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম।
আজ (শুক্রবার) ২০ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস ফ্লাইটে করে ঢাকায় পৌঁছেই সরাসরি চলে যান হোটেল কোয়ারেন্টাইনে।
এর আগে গত মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে দুজনের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। একজন সিকিউরিটি অফিসার, আরেকজন কোভিড-১৯ প্রটোকল ম্যানেজার। এখানে ৩ দিনের কোয়ারেন্টাইন শেষে এসে জৈব সুরক্ষা বলয়, হোটেল, হোটেল থেকে মাঠে যাতায়াত প্রক্রিয়া, হাসপাতাল, অনুশীলনের সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবেন প্রতিনিধি দল।