বিশ্বকাপ ফুটবরের বাছাই পর্ব শেষেই ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবর দলের হেড কোচ জেমি ডে, পরিবারের সাথে ছুটি কাটিয়ে আজ (শুক্রবার) ঢাকায় ফিরেছেন জেমি। তবে তার জুলাই মাসের শেষে আসার কথা থাকলেও করোনার কারণে কিছুটা দেরি করেই ঢাকায় আসলেন জামালদের কোচ।
সকালে ঢাকায় পৌঁছেই সরাসরি কোয়ারেন্টাইনে চলে গেছেন জেমি। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে সাফ চ্যাম্পিয়নের জন্য দল নিয়ে প্রস্তুতি শুরু করবেন তিনি। লন্ডনের মতো এই তিন দিনেও টিভিতে ও অনলাইনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখবেন জেমি।