১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

Advertisement

কঠোর বিধিনিষেধের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আমিরাবাদ থেকে বলদাখাল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মাদকপাচারকারীরা বিপুল পরিমাণ মাদক ঢাকায় নিয়ে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির বলদাখালে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল আটকে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা যানবাহন আটকে তল্লাশি চলে। এতে মহাসড়কের আমিরাবাদ থেকে বলদাখাল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।

হঠাৎ করে যানজটের সৃষ্টি হওয়ায় প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চালক এবং যাত্রীদের।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহাদাত হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টের কারণে দেড় ঘণ্টার বেশি সময় ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement