তল্লাশি চলছে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায়। (শনিবার) বিকেল তিনটা থেকে তার গুলশানের বাসায় এই তল্লাশি চালাচ্ছে সিআইডি। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো.আজাদ রহমান গণমাধ্যমে নিশ্চিত করেছে এই খবর। তিনি বলেন, হেলেনা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। তারই ধারাবাহিকতায় তদন্ত করতেই এই তল্লাশি চালাচ্ছে সিআইডি।
গেল ২৯ জুলাই মধ্যরাতে হেলেনার গুলশানের বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদ সহ, ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইল ফোন, ১৯টি চেকবই, বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার ৪৫৬টি চিপস জব্দ করা হয়। এবং সেখান থেকেই হেলানাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।