১২ ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

তামিমকে নিয়ে একদমই ভাবছেন না হেড কোচ

Advertisement

তামিম ইকবাল শেষ টি-টোয়েন্টি খেলেছেন প্রায় দেড় বছর আগে। এর মধ্যে ইনজুরিতে পরায় জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া সিরিজ তিনি মিস করেছেন। নিউজিল্যান্ডর বিপক্ষে সিরিজেও তিনি নেই, কারণ ওই ইনজুরি। সিরিজের প্রথম ম্যাচের আগে তামিকে নিয়ে প্রশ্ন করতেই সরাসরি বলে দিলেন, ‘যারা এখন খেলছে তাদের নিয়ে প্রশ্ন পেলে খুশি হতাম। এখন দলে যে ১৭-১৮ জন খেলোয়াড় আছে তাদের দিকেই আমার মনোযোগ। তামিম ফিট হলে সেও আসবে। আমি এটা নিয়ে খুব বেশি ভাবিনি। এখন যে খেলোয়াড়রা আছে তাদের নিয়েই আমার পূর্ণ মনোযোগ।’

নাইম শেখ সম্পর্কে কোচ বলেন, নাঈমে রোমাঞ্চিত ডমিঙ্গো বলছিলেন, ‘বাংলাদেশের জন্য দারুণ এক খেলোয়াড় হতে যাচ্ছে সে। সে ফিট। তার সামর্থ্য আছে। ভালো কিছু ইনিংস খেলেছে। এখনও স্ট্রাইক রোটেট করার ছন্দ খুঁজছে। আমি তার উন্নতিতে অনেক খুশি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সে দলের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে। তাকে নিয়ে আমি রোমাঞ্চিত।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement