হাঁটুর ইনজুরি কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন তামি এমন ইঙ্গিতই দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক তামি ইকবাল। শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমরা আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে থাকবে তামিম। বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি এর মধ্যে সে সুস্থ হয়ে উঠবে তামিম।
প্রধান নির্বাচক আরও বলেন, ‘তামিমের অসাধারণ অভিজ্ঞ তাই আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়া ওর জন্য কঠিন কিছু না। তিনি বলেন তামি যদি নাও থাকে তবে দলে একাধিক ওপেনার আছেন। নাঈম শেখ, সৌম্য সরকারের সঙ্গে ফিরেছেন লিটন দাস। শেখ মেহেদী হাসানও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে ওপেন করেছেন। কিন্তু তাতে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না।
শেষে নির্বাচক বললেন ‘সব খেলোয়াড়ের ওপর আমাদের আস্থা রয়েছে যাকেই নিচ্ছি আত্মবিশ্বাসের সাথে নিচ্ছি। যাকে যে ভূমিকায়, যে ফরম্যাটে দরকার হবে ওখানে প্রতিষ্ঠিত করা হবে।