নেই মুশফিক, চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিঁটকে পড়েছে বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল খান। তাদের সাথে যুক্ত হয়েছেন লিটন কুমার দাসও। তিনিও নাকি খেলছেন না অজিদের বিপক্ষে তাহলে কি দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামতে হবে রিয়াদের? এমন প্রশ্ন তো তৈরি হতেই পারে ক্রিকেট ভক্তদের মাঝে। তবে লিটন খেলছেন না পারিবারিক কারণে এখন অবরই গণমাধ্যমে নিশ্চিত করেছে আকরাম খান।
জানা যায় লিটনের পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ হওয়ায় এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ে থেকে এরই মধ্যেই দেশে রওনা হয়েছে টাইগাররা। সেখান থেকে সরাসরি তারা যাবে হোটেল কোয়ারেন্টাইনে। আর লিটন জৈব সুরক্ষায় না ঢুকে সরাসরি চলে যাবে পরিবারের কাছে।
এ ব্যাপারে আকরাম বলেন, বিমান থেকে নেমেই লিটন তার পরিবারের অসুস্থ সদস্যের কাছে যেতে চাইছে। যার কারনে প্রথম দুই টি টোয়েন্টিতে থাকতে পারবেন না। সবচাইতে বড় কথা কেউ যদি তার পরিবারের সাথে দেখা করতে চায় তাহলে আসলেই আমাদের কিছু বলার নাই।
তিন আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।