১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

তিন ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা

Advertisement

প্রাণঘাতী ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে অভিযানের উদ্বোধন করা হয়। এরপর ভবনে ভবনে শুরু হয় চিরুনি অভিযান।

ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে এ চিরুনি অভিযান আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে।

প্রথম দিন অভিযান শুরুর পর এডিস মশার লার্ভা পাওয়ায় রূপনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন তিনটি ভবনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে রূপনগর বিপনিকেন্দ্রে ১ লাখ, ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটে নির্মাণাধীন ভবনের মালিককে ৫০ হাজার এবং ১৭ নম্বর সড়কের ৪ নম্বর বাসার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে ওই এলাকা থেকে চিরুনি অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা মহামারির সময় কোনোভাবেই আমরা ডেঙ্গুর বিস্তার হতে দিতে চাই না।এজন্য আমাদের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের এই চিরুনি অভিযান। আমাদের ৫৪টি ওয়ার্ডেই একযোগে ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। আগের সময়গুলোর চেয়ে আমরা এবার মোবাইল কোর্ট বাড়িয়ে দিয়েছি।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, মানুষ যদি একটু সচেতন হয়, তিন দিনে এক দিন জমা পানি ফেলে দেয় তাহলে ৮০ শতাংশ মশা নিয়ন্ত্রণ সম্ভব। সাধারণ নাগরিকদের সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। গত ১৯ জুলাই আমাদের একটি অভিযান শেষ হয়েছে। এখন আবার নতুন করে অভিযান শুরু করছি। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রকৌশল বিভাগসহ প্রায় পাঁচ হাজার কর্মী এবারের অভিযানে অংশ নিচ্ছে।

এর আগে গত ১১ থেকে ১৯ জুলাই পর্যন্ত এডিস মশা নির্মূলে চিরুনি অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement