১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

তুরস্কের আকাশে রহস্যময় বিস্ফোরণ

Advertisement

আকাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দই শুধু নয়, নীল আকাশ কিছুক্ষনের জন্য সবুজ হয়ে গেল তুরস্কে। বিকট বিস্ফোরণের শব্দ শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন তুরস্কের ইজমিরের বাসিন্দারা।

এহসান এলাহি নামে এক ব্যক্তি টুইটারে ওই সময়কার ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, তুরস্কের ইজমিরে একটা সবুজ উল্কা দেখা গেছে। তবে এটা উল্কা নয়। ছোটো কোনো ক্ষেপণাস্ত্র কিংবা বোমা, যা স্যাটেলাইট থেকে ছোঁড়া হয়েছে। কারণ উল্কাপাত হলে বিস্ফোরণের জের ভূপৃষ্টেও চলে আসত।

অনেকেই আবার বিস্ফোরণের কারণে রকেট কিংবা স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পাওয়ার গুজব ছড়িয়েছিলেন। কেউ কেউ আবার আরেকটু এগিয়ে ভিনগ্রহের প্রাণীদের ফ্লাইং সসারের তত্ত্ব দাঁড় করিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। তবে সব গুজবে পানি ঢেলে তুরস্কের অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ড. হাসান আলী দাল জানান, উল্কাপাতের কারণেই সেখানে বিস্ফোরণ ঘটেছে। উল্কা সাধারণত বায়ুমণ্ডলে এসে বিস্ফোরিত হয়। সাধারণত মানুষ একে উড়ন্ত তারা বলে থাকে। তবে উল্কাবৃষ্টির সময় এমন বিস্ফোরণ হতে পারে।

‘পার্সেইড উল্কাবৃষ্টি’ হিসেবে পরিচিত এই উল্কাপাত প্রতিবছরের জুলাই ও আগস্ট মাসে হয়ে থাকে। আকাশে ৫০টির মতো উল্কা ঘণ্টায় এক লাখ এমপিএইচ গতিতে বিস্ফোরিত হয়। তবে উল্কার অবশিষ্টাংশ বেশিরভাগ সময় পৃথিবীতে পৌঁছায় না।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement