ঢাকার উদ্দেশে রওনা হয়েছে জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান। জাপান থেকে সেখানকার স্থানীয় সময় (সোমবার) রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের কার্গো বিমানে, ৬ লক্ষ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। টোকিও বাংলাদেশে দূতাবাস এমন খবরই নিশ্চিত করেছে তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে।
উপহার হিসেবে বাংলাদেশে ৩০ লাখ টিকা পাঠানোর কথা রয়েছে জাপানের। এর মধ্যে এখন পর্যন্ত ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাঠিয়েছে জাপান। গেল শনিবার দ্বিতীয় চলানে টিকা পৌঁছেছে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ। ২৪ জুলাই প্রথম চালানে এসেছে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ।