অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে যা চিন্তাই করেনি বাংলাদেশ সেই চিন্তাতেই এখন মগ্ন দেশের ক্রিকেটারররা। অজিদের বিপক্ষে সিরিজে টানা দুই ম্যাচ জিতে ২-০তে এগিয়ে গেছে টাইগাররা। এখন বাংলাদেশের চিন্তা যত দ্রুত সম্ভব সিরিজ জয় করা। দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আফিফ জানালেন, পরের ম্যাচেও আমরা জয়ের জন্যই খেলবো। এবং তৃতীয় ম্যাচেই সিরিজ জিতে মাঠ ছাড়াই আমাদের লক্ষ্য।
আফিফ বলেন শেষ কয়েক সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। দলের সিনিয়রদের থেকে আমরা ভালো সাপোর্ট পাচ্ছি ফলে আমাদের আত্মবিশ্বাসও বেড়ে গেছে। দলের ভেতরে দারুণ পরিবেশ বিরাজ করছে।
বল হাতে টাইগার বোলাররাও দুর্দান্ত পারফরমেন্স করছে। আর সেটা ধরে রাখতে হবে তৃতীয় ম্যাচেও। আফিফ বলছেন, মোস্তাফিজ-শরিফুলরা কন্ডিশনের দারুন সুবিধা তুলে নেতে পারছে। বোলিয়ংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বেশ ভালো করছি আমরা।
আগামীকাল (শুক্রবার) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বাংলাদেশের।