বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। হাতে তার মাপা সয়ম, খাবার থেকে শুরু করে ঘুমোতে যাওয়া সবই গনিতের হিসেবের মধ্যে বাঁধা। অনেক সময় অনেক কিছুই হয়তো ভুলে যান তিনি। এবার যেমন খাবার খেয়ে মুখ মুছতেই ভুলে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক চলছিলো হোয়াইট হাউজে, এই বৈঠক টেলিভিশনে লাইভ করা হচ্ছিলো নিজের বক্তব্য শেষে অন্যদের বক্তব্য চুপচাপ শুনছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। হঠাত বইডেনের কাছে একটি চিরকুট আসলো সেখানে লেখা ছিলো আপনার থুনতিতে ডিমের কুসুম লেগে আছে। সাথে সাথে বাইডেন তারাহুড়ো করে সেটি মুছে ফেলেন,