চট্টগ্রাম টেস্টে নিয়েছেন পাচ উইকেট, বলতে গেলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধ্বংস করেছেন তিনিই। কিন্তু ম্যাচেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। কোভিড প্রোটোকল ভেঙে বলে মুখের লালা বা থুথু লাগিয়ে কোভিড প্রটোকল ভেঙ্গেছে পাকিস্তানি পেসার হাসান আলী।
করোনা মহামারির কারণে বলে স্যালাইভা বা লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন এই নিয়ম ভেঙেছেন হাসান আলি। ইয়াসির আলি রাব্বিকে বোল্ড করার আগ মুহূর্তে, ৯২.২ ওভারে লালা ব্যবহার করে বলের এক পাশ উজ্জ্বল করতে করেছেন পাকিস্তানি এই পেসার।
নতুন নিয়ম অনুযায়ী, এক ইনিংসে দুইবারের বেশি বলে লালা ব্যবহার করলে ৫ রান পেনাল্টি দিতে পারেন আম্পায়ার।