১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

দর্জি মনির কারাগারে

Advertisement

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় দর্জি মনিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামক এক ভূঁইফোড় সংগঠনের সভাপতি দাবি করে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন এই অভিযুক্ত।

এর আগে, গত ৪ঠা আগস্ট দর্জি মনিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। সেদিনই দশদিনের রিমান্ড আবেদন করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। আসামীপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরই জের ধরে, সোমবার বিকেলে রিমান্ড ফেরত হিসেবে আদালতে ফের সোপর্দ করে পুলিশ। অভিযুক্তের আইনজীবী এ সময় তার পক্ষে জামিন প্রার্থণা করেন। মহানগর হাকিম সাইদুজ্জামান শরিফের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে অভিযুক্তকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

গত ৩ আগস্ট ইসমাইল হোসেন নামক এক ব্যক্তি দর্জি মনিরের নামে চাঁদাবাজি ও প্র তারণার এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয় গত ৩০ জুলাই দর্জি মনির তার নিজ সংগঠনে পদায়ন ও বড় নেতাদের পরিচিত করিয়ে দিতে দুই লাখ টাকা দাবি করেন। এছাড়াও তার সহযোগীরা নগরীর বিভিন্ন জায়গায় কমিটি দেয়ার নাম করে অনেকের কাছে টাকা নেন। সেইসাথে খ্যাতনামা নেতা ও প্রধানমন্ত্রীর সাথে ছবি এডিট করে বসিয়ে মানুষকে ঠকিয়ে সুযোগ নিতেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement