অভিনেত্রী মনিরা মিঠু গত ২৭ জুলাই রাত ১০টার পর থেকেই অসুস্থতা নিয়ে কঠিন সময় পার করছেন। তার জ্বর কখনো ১০৪ ডিগ্রিও ছাড়িয়ে যায়। যেখানে ফেসবুকে সারাক্ষণ সরব থাকতেন এই অভিনেত্রী; সেখানে গত দুই দিন অসুস্থতার জন্য ফেসবুকে তার ততটা উপস্থিতি পাওয়া যায় নি।
অভিনেত্রী বলেন, ‘বয়সের সাথে সাথে শারীরিক কিছু জটিলতা বাড়ছে। পায়ের হাড় ক্ষয় হওয়ায় একটি ইনজেকশন নিতে হয়। এই ইনজেকশনটা এতটাই ক্ষমতাসম্পন্ন যে শরীরে সাত দিনের মতো জ্বর থাকে। ফলে উঠতে বসতে সমস্যা হয়। মাঝে মাঝেই ১০৪ ডিগ্রি জ্বর থাকে। ওষুধ খেলে জ্বর কিছুটা কমলেও ধকল সহ্য করতে পারা যায় না।’
তিনি জানালেন, জ্বরের জন্য মোবাইল চালাতে না পারলেও সারাক্ষণ ইনবক্সে ভক্তদের ভালোবাসা পান। কিছুটা সুস্থবোধ হলে মোবাইলে ফেসবুক চালানোর চেষ্টা করেন তিনি। অসুস্থতার মাঝে ভক্তদের ভালবাসা তার মনে শান্তি এনে দেয়। আপনদের ভালবাসা যেন তার কাছে ১০৪ ডিগ্রি জ্বরের চেয়ে তীব্র।
এবার ঈদে মনিরা মিঠু অভিনীত ৯টি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে ‘শোকসভা’, ‘২১ দিন পরে’, ‘আপন’সহ বেশ কিছু নাটকে তার অভিনয় দর্শকদের তুমুল প্রশংসা পেয়েছে। নাটকের গল্পে যেটুকু দৃশ্য করার সুযোগ থাকে- পুরোটাই কাজে লাগান তিনি। যেমন ‘শোকসভা’ নাটকে মাত্র দুইটি দৃশ্য ছিল, তাও সংলাপবিহীন। অথচ দর্শক তার অভিনয়ের প্রশংসা না করে পারেনি। ‘২১ বছর পরে’ নাটকটিতে নায়ক অপূর্ব অভিনয় নিয়ে তাকে উৎসাহ দিয়েছিলেন; এজন্য অপূর্বের প্রতি তার কৃতজ্ঞতার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।
মনিরা মিঠুর ১৯ বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তা পেতে শুরু করেন হুমায়ূন আহমেদের নাটকের মধ্য দিয়ে। অভিনয় জগতে প্রথম ছয় বছর তিনি হুমায়ূন আহমেদের নাটকে নিয়মিতই অভিনয় করে আসছেন। এরপর নুহাশ চলচ্চিত্রের বাইরে জায়গা করে নিতে অনেক কষ্ট করেছেন তিনি। প্রথম দিকে অনেকেই তার প্রতিভাকে মূল্যায়ন না করলেও হাল ছাড়েননি তিনি। এখন মনিরা মিঠু নির্মাতাদের কাছে আস্থার নাম। কিছু নাটকে অল্প কিছু দৃশ্যে তাকে দেখা গেলেও দর্শকদের প্রশংসা থাকে সবসময়। কোনো নাটকে মা চরিত্রে; কোথাও প্রতিবেশী বা বোনের চরিত্রে দেখা যায় তাকে। গল্পের ছোট ছোট চরিত্রগুলোও নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেন তিনি।
বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে পাওয়া প্রশংসাগুলো তাকে প্রেরণা যোগায়। তার সকল পরিচালক এবং দর্শকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞত প্রকাশ করে ফেসবুকের একটি স্ট্যাটাসে মনিরা মিঠু লিখেছেন- ‘ভালো নাটকের প্রশংসা সব সময়ই থাকে। কিন্তু এবারের নাটকের জন্য এতটা সাড়া পাব ভাবিনি। দর্শক ও আপন মানুষদের ভালোবাসা বুঝি ১০৪ জ্বরের চেয়েও তীব্র হয়।