২৪ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার

দল ঘোষণার পরেও বড় পরিবর্তণের অভাস পাকিস্তান বিশ্বকাপ দলে

Advertisement

দল ঘোষনার পর নতুন করে পরিবর্তণ আসছে পাকিস্তানের বিশ্বকাপ দলে। পিসিবির নির্ভরযোগ্য সূত্র ধরে এমনটাই জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। সূত্র জানাচ্ছে, ফখর জামানকে দলে আনা হয়েছে। যার ফলে কপাল পুড়তে যাচ্ছে শোয়েব মাকসুদের। সঙ্গে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দারুণ পারফর্ম করা শাহনাওয়াজ দাহানি ও হায়দার আলিকেও ডাকা হয়েছে দলে। পেসার মুহাম্মাদ হাসনাইনের দল থেকে বিদায় নিশ্চিত এমন খবরই ছাপিয়েছে জিও নিউজ।
বিশ্বকাপ দলে ফিরতে পারেন মোহাম্মদ হাফিজও। উইকেটরক্ষক ও দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও ফিরতে পারেন দলে, যার ফলে দল থেকে বাদ পড়তে পারেন আজম খান। খুশদিল শাহ দলে ঢুকছেন, তবে সেটা অতিরিক্ত খেলোয়াড় হিসেবে।

পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিলো, ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফর্ম্যান্স বিচারে শোয়েব মালিক, শাহনাওয়াজ দাহানি, ফখর জামান, হায়দার আলিকে দলে আনার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপের দশ দিনের মতো বাকি আছে আর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড চূড়ান্ত দল ঘোষণা করেনি এখনো। সেটা না হলেও দল আজই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাওয়ার কথা। করোনা পরীক্ষার পর এক দিন আইসোলেশনে থাকতে হবে বাবর আজমদের।

এরপর রোববার থেকে এক সপ্তাহ জাতীয় হাই পারফর্ম্যান্স সেন্টারে অনুশীলন করবে পাকিস্তান দল। এরপর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে আগামী ১৫ অক্টোবর দেশ ছাড়বে দলটি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement