প্রায় ৫০ কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজের বিরুদ্ধে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে,
অনলাইনে পণ্য ও সেবা বিক্রি করলেও এর বিপরীতে বড় অংকের এমাউন্টের ভ্যাট প্রদান করেনি প্রতিষ্ঠানটি।
এনবিআর বলছে, আলিবাবা প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড অনলাইনে তাদের পণ্য বিক্রি করলেও তার বিপরীতে ভ্যাট দেয়নি তারা। ফলে ঢাকা উত্তর কাস্টমস ৪৯ কোটি ৪৯ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলাও করেছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে দারাজকে কারণ দর্শানো নোটিশও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এনবিআরের করা মামলায় বলা হয় ২০১৫ সাল থেকে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে ধারাবাহিক ভাবে ভ্যাট ফাঁকি দিয়ে আসছে দারাজ। ১৫ দিনের সময় বেঁধে দিয়ে গেল ৩১ মার্চ নোটিশ দিলেও এখনও কোন উত্তর আসেনি দারাজের ব্যবস্থাপনা পরিচালকের থেকে।