১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি

Advertisement

দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসী চক্র। সম্ভাব্য নাশকতা এড়াতে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কাবস্থা জারি করা হয়েছে। হুমকি পাওয়ার পর এ ব্যবস্থা নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, শনিবার বিমানবন্দরের কন্ট্রোল রুমে হুমকি দিয়ে একটি ইমেইল আসে। সেখানে লেখা ছিল, আল কায়দা বিমানবন্দরে হামলার পরিকল্পনা করেছে। কর্ণবীর সুরী ওরফে মোহাম্মদ জালাল ও তার স্ত্রী শেলী সারদা ওরফে হাসিনা রোববার সিঙ্গাপুর থেকে দিল্লি আসছেন।

আগামী তিন দিনের মধ্যে তারা বিমানবন্দরে বোমা রাখার পরিকল্পনা করেছেন। এই ইমেইল পাওয়ার পরে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ বলছে, তদন্তে জানা গেছে আগেও এই দু’জনের নামে বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে ইমেইল করা হয়েছে। এরপরও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিরাপত্তায় যাতে কোনো কমতি না হয় সে দিকে নজর রাখা হচ্ছে। বিমানবন্দরে প্রবেশ ও বাইরের দরজায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে পুলিশ কুকুর।

দিল্লি পুলিশ জানিয়েছে, কোথা থেকে ইমেইল করা হয়েছে এবং এর পিছনে আদৌ কোনো দূরভিসন্ধি রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তারা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement