১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

দি মারিয়ার ভবিষ্যৎ কোন ক্লাবে, বার্সা না জুভেন্টাস

Advertisement

জুভেন্টাসের বাড়া ভাতে যেন ছাই দিতে বসেছে বার্সেলোনা!

জুভেন্টাস প্রথমে যে প্রস্তাব দিয়েছিল, তা আনহেল দি মারিয়ার তেমন পছন্দ হয়নি। তবু অন্তত আরেকটা মৌসুম ইউরোপে থাকতে চান বলে সেটি নিয়ে ভাবছিলেন পিএসজি ছাড়তে যাওয়া ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার। কিন্তু এর মধ্যে বার্সেলোনার আগ্রহ শুনে দি মারিয়ার দ্বিতীয় চিন্তা শুরু হয়ে গেল। জুভেন্টাসে নয়, বার্সায়ই যেতে বেশি আগ্রহী এক সময়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়ানো দি মারিয়া।

কিন্তু একদিকে বার্সার সঙ্গেও সব চূড়ান্ত হচ্ছে না, অন্যদিকে জুভেন্টাসকেও অপেক্ষায় রেখেছেন দি মারিয়া। আর্জেন্টাইন উইঙ্গারের এই দুই নৌকায় পা দেওয়া পছন্দ হচ্ছে না জুভের। ইতালিয়ান ক্লাবটি নতুন আরেকটি চুক্তির প্রস্তাব করেছে দি মারিয়াকে, পাশাপাশি ‘আলটিমেটাম’ও দিয়ে রেখেছে—জুভেন্টাসে যেতে হলে সিদ্ধান্ত জানাতে হবে শিগগিরই।

৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ দি মারিয়ার। সে চুক্তি যে আর নবায়ন হচ্ছে না, সেটি নিশ্চিত। পিএসজি এরই মধ্যে বিদায় জানিয়ে দিয়েছে দি মারিয়াকে। সে সময় দি মারিয়ার জুভেন্টাসে যাওয়াই নিশ্চিত বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু বাধ সাধে বার্সেলোনা।

১ জুন ইতালির বিপক্ষে লা ফিনালিসিমায় আর্জেন্টিনার জয়ে আলো ছড়ানোর চার দিন পর এস্তোনিয়ার বিপক্ষেও ভালোই খেলেছেন দি মারিয়া। এর আগে মৌসুমে পিএসজির জার্সিতে খুব বেশি আলো ছড়াতে না পারলেও গত জুলাইয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়েও বড় অবদান ছিল দি মারিয়ার। মারাকানায় নেইমারের ব্রাজিলের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ে গোলটি এসেছে দি মারিয়ার দারুণ চিপেই। বয়স ৩৪ হয়ে গেলেও দি মারিয়া এখনো একেবারেই ফুরিয়ে যাননি।

এমন একজনকে মুফতে পাওয়া গেলে ক্ষতি কী! এ ভেবেই হয়তো জুভেন্টাস প্রথমে তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে। পাওলো দিবালা ক্লাব ছাড়ছেন, তাই একজন বাঁ পায়ের উইঙ্গারও দরকার জুভেন্টাসের। মৌসুমে ৪৫ লাখ ইউরো নেট বেতনে দি মারিয়াকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু দি মারিয়ার দুই বছরের চুক্তিতে আপত্তি ছিল শুরু থেকেই।

এবার বিশ্বকাপের বছর, কাতারে বিশ্বকাপ হবে নভেম্বরে, সেসব হিসাব করেই আরও একটি মৌসুম অন্তত ইউরোপে থাকতে চেয়েছেন দি মারিয়া। এরপর ইউরোপে থাকবেন, নাকি আর্জেন্টিনায় নিজের পুরোনো ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে যাবেন—সে সিদ্ধান্তের ভার নিজের হাতেই রাখতে চান তিনি। সে কারণে দুই বছরের ‘পাকা’ কথা দেওয়ার বদলে চেয়েছিলেন এক বছরের নিশ্চিত চুক্তির সঙ্গে আরেক বছর যেন শর্তসাপেক্ষ থাকে।

সে নিয়ে দর–কষাকষির মধ্যেই দি মারিয়াকে পেতে বার্সেলোনার আগ্রহের কথা শোনা যায়। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত দশকের শুরুর দিকে কয়েক বছর আলো ছড়িয়েছেন, ২০১৪ সালে রিয়ালের ‘লা দেসিমা’ জয়ের পথে ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন। তবে রিয়ালে অতীতকে একপাশে রেখেই ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যেতে আপত্তি নেই দি মারিয়ার। স্পেনের উষ্ণ আবহাওয়া, বার্সেলোনা শহরে জীবনযাপনে বিকল্পের প্রাচুর্যের কারণে দি মারিয়ার পরিবারও বার্সেলোনার প্রতিই বেশি আগ্রহী।

লিওনেল মেসি গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পর আক্রমণের ডানপাশে ভরসা করার মতো কাউকে পাচ্ছে না বার্সা। উসমান দেম্বেলে ছিলেন, কিন্তু তাঁর সঙ্গেও চুক্তি শেষ বার্সার। ফরাসি তরুণ বার্সার প্রস্তাবিত শর্ত মেনে চুক্তি নবায়নে আগ্রহী নন।

সে ক্ষেত্রে লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার প্রতি চোখ ছিল বার্সার, কিন্তু তাঁকে পেতে প্রায় ৫ কোটি ইউরো খরচ হতে পারে, যা বার্সার পক্ষে এই মূহূর্তে দেওয়া সম্ভব নয়। সব মিলিয়েই ‘মুফতে’ দি মারিয়াকে পাওয়ায় আগ্রহ বার্সারও। আপাতত এক মৌসুম দি মারিয়াকে দিয়ে চালিয়ে আগামী মৌসুমে তরুণ কোনো উইঙ্গারের খোঁজে নামবে—এমনই হয়তো পরিকল্পনা বার্সার।

কিন্তু দি মারিয়ার প্রতি বার্সার আগ্রহ আর বার্সায় যেতে দি মারিয়ারও ইচ্ছা দেখে নড়েচড়ে বসেছে জুভেন্টাস। দলবদলের খবরের ক্ষেত্রে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও জানাচ্ছেন, দি মারিয়ার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এখন নতুন চুক্তির প্রস্তাব করেছে জুভ। এক বছরের নিশ্চিত চুক্তি, পাশাপাশি এক বছর শর্তসাপেক্ষ। বেতনও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

তবে এত কিছুর পাশাপাশি হুঁশিয়ারিও দিয়ে রেখেছে জুভেন্টাস। চুক্তি সই করতে হলে জলদিই তা করতে হবে দি মারিয়াকে। না হলে অন্য বিকল্পের খোঁজে নামবে জুভ। দি মারজিও জানাচ্ছেন, দি মারিয়া নির্ধারিত সময়ে কিছু না জানালে সে ক্ষেত্রে সাসসুয়োলোর দমিনিকো বেরার্দি, রোমার নিকোলো জানিওলো কিংবা ফ্রাঙ্কফুর্টের ফিলিপ কস্তিচের দিকে হাত বাড়াবে জুভেন্টাস।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement