বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বৃহস্পতিবার) ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উইন্ডিজ সফর শেষে একটি চার্টার্ড বিমানে করে হজরম শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে সাড়ে সোয়া চারটার দিকে। এই সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে গেছে অস্ট্রেলিয়ার নিমমিত অধিনায়ক ভ্যার ফিঞ্চের।
বাংলাদেশের তামিম ইকবালও ছিঁটকে গেছে ইনজুরির কারণে। মুশফিকুর রহিম কেলতে পারছেন না জৈব সুরক্ষা বলায়ের বাইরে থাকায়তারও খেলা হচ্ছে না এই সিরিজে। আর লিটন দাস তার অসুস্থ শশুরের পাশে থাকতে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে আসছে ৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।