হঠাৎ করে করোনা রোগী শনাক্ত হয়েছে নিউজিল্যান্ডে তাই পুরো দেশ চলে গেছে লকডাউনে। কিছুটা শঙ্কা তৈরি হয়েছিলো বাংলাদেশ সফরে এ মাসে নিউজিল্যান্ড আসছে কি না? তবে সব শঙ্ক পেছনে ফেলে নিউজিল্যান্ড টিম যে সঠিক সময়ই বাংলাদেশ সফলে আসছে তা জানিয়ে দিয়েছে বিসিবি। তারা বলছে নিউজিল্যান্ডে লকডাউন থাকলেও তাতে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজে কোন শঙ্কা নেই।
গেল ১৯ আগস্ট একজন করোনা রোগী শনাক্ত হওয়ার সাথে সাথেই সে দেশের সরকার লকডাইনের ঘোষণা দেয় পুরো দেশে। গেলো ১৭ আগস্ট নিউজিল্যন্ডে একজন করোনা ধরা পড়লেও ১৮ আগস্ট করোনার আক্রান্তের শিকার হন আরও ১০ জন।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। বিসিবির বিশ্বাস, লকডাউনের কারণে ব্ল্যাকক্যাপদের বাংলাদেশ সফরে কোনো প্রভাব পড়বে না।