হুট করে শহর পরিবর্তণ করে কিছুটা বিপদেই পড়েছেন লিওনেল মেসি। আগে ছিলেন বার্সেলোনায় এখন পরিবার নিয়ে প্যারিসে। বাড়ী খুঁজে না পাওয়া পর্যন্ত প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলে থাকছেন মেসি। তবে এই বিখ্যাত হোটেলে থাকতে মেসির খরচ হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। দৈনিক হোটেলের ভাড়া গুনতে হচ্ছে ১৭ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় হিসেব করলে যা প্রায় ২০ লক্ষ্য টাকার মত।
বর্তমান টিমমেট ও সাবেক প্রতিদ্বন্দী সার্জিও রামোস অবশ্য বলছেন মেসিকে তার বাসায় চলে যেতে। স্পেনের সাংবাদিক হুয়ান ইরিগোয়েন জানাচ্ছেন, পূর্বের শত্রুতা ভুলে মেসিকে রামোস আমন্ত্রণ জানিয়েছেন নিজের বাড়িতে।
রামোস বলছেন, ‘যদি তুমি হোটেলে না থেকে কোনো বাসায় থাকতে চাও, তাহলে আমার বাসায় এসে থাকতে পারো।
তবে রামসের এই আমন্ত্রনে এখন পর্যন্ত কোন সারা পাওয়া যায়নি মেসির থেকে। ক্লাব বাসা ঠিক না করা পর্যন্ত এই হোটেলেই থাকবেন লিওনেল মেসি।