নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। একদিন আগেও যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরমেটে কোন জয় ছিলো না, আজ আমরা বলতেই পারে শেষ পাঁচ ম্যাচে চারটিতে অস্ট্রেলিয়া জিতলেও একটিতে জিতেছে বাংলাদেশ। (মঙ্গলবার) মিরপুরে অজি বধের নায়ক ছিলো নাসুম। যাকে বাংলাদেশ চিনেছিলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে, তাও আবার খেলার জন্য নয়-মুশফিক তারদিকে তেড়ে গিয়েছিলেন মারতে সেই কারণে।
আজ (বুধবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়র জন্য মাঠে নামবে বাংলাদেশ। গেল ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে ঘুরে দাঁড়াতে। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে কেমন করে বাংলাদেশ। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন দলগত পারফরমেন্স করলেই অজিদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেওয়া সম্ভব।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।