পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে জিতে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও নিজেদের সেরা ক্রিকেট খেলে সিরিজে আবারও এগিয়ে যেতে চায় তারা। দলে কোন পরিবর্তণ আসেনি বাংলাদেশের। উইনিং কম্বিনেশনের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
অন্যদিকে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়ার লক্ষ্য ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরারা।
বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।