অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৭ রান। নিজেদের ইনিংসের শুরুতেই গত ম্যাচের মত এই ম্যাচেও ব্যর্থ হন সৌম্য সরকার। স্টার্কের বলে কোন রান না করেই ধরেন প্যাভিলিয়নের পথ। দরীয় ২১ রানে নাইম শেখকে ফেরান হ্যাজেলউড।
পরে শেখ মেহেদী হাসানকে সাথে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন সাকিব। দুজন মিলে জুটি গড়েন ৩৭ রানের। তবে বেশি দুর যেতে পারেননি সাকিব। ব্যক্তিগত ২৬ ও দলীয় ৫৮ রানে অজিদের স্বস্তিতে ফেরান ট্রয়। পরে এগারের বলে রিয়াদও আ্উট হন শূন্য রানে। ফলে চার উইকেট হারিয়ে বিপদে রয়েছে বাংলাদেশ। দলের ইনিংস মেরামতের দায়িত্বে ছিলেন দুই জুনিয়র টাইগার আফিফ ও মেহেদি। কিন্তু দলীয় ৬৭ রানে জাম্পাকে ডাউনদ্যা উইকেটে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে মাঠ ছাড়েন তিনি।