অভিনেত্রী সখের সাথে প্রথম সংসার খুব বেশিদিন টেকেনি। তবে অততীতকে ধরে রেখে জীবনকে থামিয়ে রাখেননি অভিনেতা নিলয়। মাসখানের আগে বিয়ে করলেও আজ (বুধবার) স্পষ্ট করে জানিয়েছে নিজের দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন নিলয়।
তার ফেসবুক অ্যাকাউন্টে তিনি রিলেশেনশিপ স্ট্যাটাস দিয়ে বিয়ের খবরটি সবাইকে জানিয়ে দেন। তিনি গণমাধ্যমে জানা, প্রায় মাসখানেক আগে বিয়ে করলেও এতদিন কাউকেই জানায়নি এই অভিনেতা। তিনি জানান তার স্ত্রীর নাম তাবাসসুম হৃদি। তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী।
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, লকডাউনের মধ্যে মাসখানেক আগেই নিলয়ের উত্তরার বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণেই তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছে, তবে সেখানে উপস্থিত ছিলো নিলয়ের কিছু কাছের বন্ধু।
নিলয় বলেন, গত ৭ জুলাই আমাদের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো। সবার কাছে দোয়া চাই।