ফেঞ্চ লিগ ওয়ানে দারুণ জয় পেয়েছে পিএসজি। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয় পেয়েছে মেসিদের দল। যদিও এই ম্যাচে মেসি-রামোস দলের খেলা দেখেছেন গ্যালারিতে বসে।
পার্ক ডেস প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে থাকে ফরাসি এই ক্লাবটি। ৩ মিনিটেই মারুয়ো লিকার্ডের স্কোরে এগিয়ে যায় পিএসজি। ২৫ ও ২৭ মিনিটে এমবাপ্পে ও জুলিয়ানের স্কোরে ৩-০তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দলটি।
দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়েছিলো স্ট্রাসবুর্গ, ম্যাচের ৫৩ ও ৬৪ মিনিটে কেভিন ও লুডভিকের স্কোরে ব্যবধান কমায় দলটি। তবে ম্যাচের ৮৬ মিনিটে পিএসজির হয়ে গোল করেন পাবলো। পিএসজি এগিয়ে যায় ৪-২ গোলে।
শেষ পর্যন্ত কোনদলই স্কোরের দেখা পায়নি তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-নেইমারদের দল।