নাফীস ইকবালরাই বাংলার ক্রিকেটে নতুন দিনের সুচা করেছিলেন। ব্যাট বল তুলে রেখেছেন অনেক আগেই। আর বিসিবিও এখন তরুণদের কাজ করার সুযোগ করে দিচ্ছে ক্রিকেট নিয়ে। সেই ধারাবাহিকতায়, রাজ্জাক নাফিসদের পরেই বিসিরির সাথে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হতে যাচ্ছেন নাফিস ইকবাল। এমন খবরই পাওয়া যাচ্ছে বিশ্বস্ত কিছু সূত্র থেকে।
এই সপ্তাহ অথবা আগামী ১২ দিনের মধ্যে নাফীস ইকবালকে নিয়োগ দিবে বিসিবি। গুঞ্জন রয়েছে তাকে গেম ডেভলপমেন্ট কমিটিতেই রাখার কথা ভাবছে বিসিবি।
আরও শোনা যাচ্ছে, নাফীস ইকবালকে বাংলাদেশ ছায়া দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হতে পারে। তবে এই ব্যাপারে নাফীসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।