বাংলাদেশের জনপ্রিয় নাট্য নির্মাতা- সালাউদ্দিন লাভলু বহু দর্শকপ্রিয় নাটক নির্মাণের পাশাপাশি নাটকে অভিনয়ও করেছেন। এবার ‘দ্য মাস্টারমাইন্ড: ধোকা’ নামের একটি টেলিফিল্মে ডিবি অফিসারের চরিত্রে অভিনয়ে করবেন তিনি। এই টেলিফিল্মে সালাউদ্দিন লাভলুর চরিত্রটির নাম ‘হামিদ’। কাহিনী অনুসারে, ডিবি অফিসার হামিদ খোঁজ করছেন এক মাস্টারমাইন্ডের। পতিতালয়ের প্রেমিক জুটি ববি ও শিউলিসহ আরও কয়েকজনকে তার সন্দেহ। এই রহস্যের জাল ভেদ করতে উঠে পড়ে লেগেছেন হামিদ। এই সন্দেহের রেশ ধরে তদন্তের প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলে ঘটনা।
টেলিফিল্মটির রচনায় রয়েছেন গুলশান হাবিব রাজীব; পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে হামিদ চরিত্রে সালাহউদ্দিন লাভলু, ববি চরিত্রে মনোজ প্রামাণিক এবং শিউলি চরিত্রে থাকবেন নাজিয়া হক অর্ষা।
ঘটনাপ্রবাহে একটি অপরাধের গল্প ফুটে উঠবে দামি হীরার এন্টিক আংটি ও হত্যার রহস্য তদন্ত করার মধ্য দিয়ে। তারকাদের চমৎকার অভিনয়ে থ্রিলারধর্মী এই টেলিফিল্ম দর্শকরা বেশ উপভোগ করবেন- এমনটি আশা রাখেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। নির্মাতা সূত্রে জানা যায় যে টিভি চ্যানেল বাংলাভিশনে ঈদের সপ্তম দিন বেলা ২টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘দ্য মাস্টারমাইন্ড: ধোঁকা’ টেলিফিল্মটি