সর্বকালের সেরা একাদশ বানিয়েছেন এ সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর হাসান। সেই একাদশে তিনি অধিনায়ক বানিয়েছেন মাহেন্দ্রসিং ধোনিকে।
তিনি ওপেন করাতে চান কিংবদন্তী শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সাঈদ আনোয়ার। তিন নাম্বার পজিশনে আছেন ক্যারিবিয়ান ক্রিস গেইল আর চারে সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। পাঁচ নম্বরে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। ছয়ে আছেন ধোনি। ৭ নম্বরে ব্যাট করবেন সাকিব আল হাসান নিজে।
স্পিন বিভাগে দুই গ্রেট শ্রীলংকান মুত্তিয়া মুরালিধরন আর অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন জায়গা পেয়েছেন। দুইজনই ক্যারিয়ারজুড়ে নিজেদের স্পিন ভেলকি দিয়ে নাচিয়ে ছেড়েছেন ব্যাটসম্যানদের।
দলে দু্য়াই সিম বোলার হিসেবে রেখেছেন আকরাম খান আর গ্ল্যান ম্যাকগ্রা।
সাকিবের সর্বকালের সেরা একাদশ: শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।