বিশ্ব ক্রিকেটে গ্রেট ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান অন্যতম এটা নিয়ে সন্দেহ নেই কারও। টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ম্যান অব দ্যা সিরিজ হবার রেকর্ডে সাকিবের আগে রয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। সর্বোচ্চ ২০ বার ম্যান অব দ্য সিরিজের রেকর্ড এখন শচীনের। কোহলির পেয়েছেন ১৯বার। এর পরেই রয়েছেন সাকিব আল হাসান, তিনি পেয়েছেন ১৫ বার। আর ৬য় সিরিজে ম্যান অবদ্যা সিরিজের পুরষ্কার পেলেই সাকিব হবেন সবার সেরা।
ওয়ানডেতে ৭ বার এবং টি-টোয়েন্টিতে ৩ বার সিরিজ সেরা হন সাকিব আল হাসান। সেই সাথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।