সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে টানা দুই সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলো সাকিব আল হাসান। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচে এক ওভারে ৩০ রান দেওয়ার পর শেষ ও পঞ্চম ম্যাচে অজি ব্যাটিং লাইনআপ বল হাতে ধসিয়ে দেয় সাকিব আল হাসান। একাই নেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।
সাকিবের এই দুর্দান্ত পারফরমেন্সের পুরষ্কারও পেয়েছেন। আবারও টি-টোয়েন্টি ফরমেটে সেরা অলরাউন্ডারদের শীর্ষে উঠে এসেছেন সাকিব। শেষবার ২০১৭ সালে সেরা অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। দুইয়ে নেমে গেলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। দুজনের রেটিং পয়েন্টের ব্যবধান যদিও মাত্র ১। ওয়ানডেতেও শীর্ষে রয়েছেন সাকিব আর টেস্টে আছেন ৫ নম্বরে।
টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মোস্তাফিজুরেরও। ২০ ধাপ এগিয়ে মুস্তাফিজ উঠে এসেছেন সেরা দশে।