১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

নানা আনুষ্ঠানিকতায় শেষ হলো এবারের অলিম্পিক

Advertisement

করোনার বাঁধা টপকে সফল ভাবে শেষ হলো টোকিও আলিম্পিকের এবারের আসর। জাঁকজমক আয়োজনে যেভাবে শুরু হয়েছিলো অলিম্পিক ঠিক সেভাবেই শেষ হলো বিশ্বের সবচাইতে বড় এই ক্রীড়াযজ্ঞ।‘গ্রেটেস্ট শো অন আর্থ’ শেষ হয় ঘণ্টা তিনেকের নানা আনুষ্ঠানিকতায়। অলিম্পিকের শেষ দিনে ৩৯টি স্বর্ন, ৪১টি রৌপ্য ও ৩৩টি ব্রোঞ্জসহ মোট ১১৩টি পদক নিয়ে শীর্ষে থেকেই অলিম্পিক শেষ করেছে যুক্তরাষ্ট্র। ৩৮ সোনা ৩২টি রুপা আর ১৮টি ব্রোঞ্জসহ ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে চীন। ২৭টি স্বর্ণ ১৪টি রৌপ্য আর ১৭ টি ব্রোঞ্জ নিয়ে তালিকার তৃতীয় স্থানে অলিম্পিক শেষ করেছে স্বাগতিক জাপান।

এবারের অলিম্পিকে অংশ নিয়েছিলো ১১ হাজারেরও বেশি ক্রীড়াবিদ। তাদের সাথে যোগ দিয়েছিলো আরও কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি। আয়োজক, সম্প্রচারক, স্বেচ্ছাসেবক সব মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের মিলন মেলা ছিলো শেষ হলো আজ। এবারের আসরে মোট ৪৩টি দেশ নিজেদের নাম তুলেছে পদক তালিকায়। স্বর্ণ পদক জিতেছে ২৩টি দেশ। এই আসরো বিশ্ব রেকর্ড হয়েছে মোট ১২টি। সেই সাথে ২৮টি এরিয়া রেকর্ড ও ১৫১টি জাতীয় রেকর্ড হয়।

টোকিওর মেয়র ইউরিকো কোইকে সমাপনী অনুষ্ঠানে এসে অলিম্পিকের পতাকা তুলে দেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের হাতে। আর বাখের সেই পতাকা তুলে দেন সামনের আসরের আয়োজক প্যারিসের মেয়র আন হিদালগুর হাতে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement