লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর কিল-ঘুষিতে আবুল কালাম আজাদ (৬২) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম আজাদ কালীগঞ্জ উপজেলা বৈরাতী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। স্থানীয়দের ভাষ্যে, মৃত মহির উদ্দিনের ছেলে মেহের আলী (৫৫) তার চাচাতো ভাই আবুল কালাম আজাদের সঙ্গে অনেকদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদের বাড়ির পূর্ব পাশে সেই জমিজমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিতভাবে মেহের আলীর পক্ষে সাগর মিয়া, রুবি বেগম, আকলিমা বেগমসহ কয়েকজন আবুল কালাম আজাদের উপর হামলা করেন। তখন রুবি বেগম, আকলিমা বেগমসহ কয়কজন নারী কিল-ঘুষি মারলে গুরুতর আহত হন। পরে আবুল কালাম আজাদকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ বিষেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, হাসপাতালে আসার পূর্বেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান।