২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত চেয়ারম্যান

Advertisement

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুরে এক নারী উদ্যেক্তাকে যৌন হয়রানির অভিযোগে ইউপি চেয়ারম্যান মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, একই ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে যৌন হয়রানি এবং অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন জেলা প্রশাসক। এ কারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে ভুক্তভোগী বলেন, ‘পরিষদে কাজ করতে বিভিন্ন সময়ে চেয়ারম্যান মাসুদ রানা আমাকে কুপ্রস্তাবসহ যৌন হয়রানি করত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে আমি উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগে লিখিত অভিযোগ দিই। তাকে সাময়িক বরখাস্ত করায় আমি সন্তুষ্ট নয়। তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করলেই আমি সন্তুষ্ট হব।’

সদ্য বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাসুদ রানা জানান, ‘এ বিষয়ে আমি কোনো চিঠি পাইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement