ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে ডিপ্লোম্যাট, বিশিষ্ট আলোচক- এমন অনেক ধরনের পরিচয় দিয়ে প্রতারণা করতেন এক নারী চিকিৎসক। রাজধানীর মিরপুর থেকে ইশরাত রফিক ঈশিতা নামের ওই চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে ইশরাত রফিক ঈশিতাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা খন্দকার আল মইন আরও বলেন, ইশরাত নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া।