১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

চট্টগ্রামে এখনো খোঁজ মেলেনি নালায় নিখোঁজ ব্যবসায়ীর

Advertisement

নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ ব্যবসায়ী ছালেহ আহমেদের সন্ধান মেলেনি।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালিয়েছি। তারপর রাতে উদ্ধার অভিযান বন্ধ ছিল। আবার আজ সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মুরাদপুর ও আশেপাশের এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে এখনও মেলেনি ছালেহ আহমদের সন্ধান।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আয়োজন রেস্টুরেন্টের সামনে পা পিছলে নালায় পড়ে যান তিনি। ওই নালায় কোনো স্ল্যাব ছিল না।

এ ঘটনার একটি ভিডিও চিত্র পাওয়া গেছে। তাতে দেখা যায় বাস থেকে নেমে ছালেহ আহমেদ নামের ওই ব্যক্তি একটি নালার পাড় ধরে হেঁটে আসছিলেন। তখন হঠাৎ তিনি পা পিছলে নালায় পড়ে যান। তখন এক লোক তাকে টেনে ধরতে হাত বাড়িয়েছিলেন কিন্তু তিনি আর উঠতে পারেননি।

এ ঘটনায় নিখোঁজ ছালেহ আহমেদের ছেলে মাহিন বলেছিলেন, গতকাল বুধবার সকালে বাবা ফটিকছড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হন। তারপর মুরাদপুরে বাস থেকে নেমে হেঁটে রাস্তা পার হওয়ার সময় পা পিছলে নালায় পড়ে যান।

আরও জানা যায়, চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা ছালেহ আহমেদ, তিনি পেশায়ে একজন ব্যবসায়ী। স্থানীয়রা জানিয়েছেন মুরাদপুরের যে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে সেখানে নালার উপর কোনো স্ল্যাব ছিল না।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement