অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগেরদিন যখন নাসুম নেটে বল করছিলো তখন ডোমিঙ্গো তাকে বলেছিলো নাসুম তুমি কিন্তু প্রথম ম্যাচে খেলছো তাই প্রস্তুতিটা ভালো করে নিয়ো। নাসুম তখনই চিন্তায় পড়ে গিয়েছিলো, আগের ম্যাচে খুব বেশি ভালো বল করতে পারেনি এই ম্যাচে কিছু তো করতে হবে, গণমাধ্যমে নাসুম বলেন তখনই ঠিক করে রেখেছিলাম ভালো করতে হবে।
ম্যাচে যখন ১৩২ রানের টার্গেট দেওয়া হলো অস্ট্রেলিয়ার সামনে, ড্রেসিং রুমে ক্যাপ্টেন বলেছিলেন আমরা জেতার জন্যই খেলবো। নাসুমের কানে বেজেছিলো সেই কথা। নাসুম বলেন যখন দ্বিতীয় বলটি করি তখন সাকিব ভাই-রিয়াদ ভাই আমাকে পরামর্শ দিয়েছিলো তাদের কথা মেনেই আমি বল করেছি এবং সফলতাও পেয়েছি।
নাসুম বলেন কখনোই আমার মনে হয়নি কার বিপক্ষে বল করছি? মনেপ্রানে শুধু একটাই চিন্তা ছিলো যে করেই হোক প্রতিপক্ষের ব্যাটারদের রান নিতে দিবো না। আর তাতেই ক্যারিয়ার সেরা বোলিং করতে পেরেছি এবং বাংলাদেশকে জেতাতে পেরেছি। এদিন গরমটা খুব বেশি ছিলো তাই খানিকটা অসুবিধাও হয়েছে।
নাসুমের প্রত্যাশা প্রতিটি ম্যাচেই তিনি তার সেরা বোলিংটাই করতে চান।