১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

দুই মামলায় কারাগারে নায়িকা একা

Advertisement

গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার চিত্রনায়িকা একা-কে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানাযর এসআই মো. ফয়সাল আসামি একাকে আদালতে হাজির করেন। এরপর একার বিরুদ্ধে পৃথক দুই মামলায় তিনদিন করে মোট ছয় দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে ইয়াবা ট্যাবলেট এবং মদ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম সাংবাদিকদের বলেন, নায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি নায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি।

এরপর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে মামলা দুটি করা হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement