১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

নায়িকা একার ৬ দিনের রিমান্ড চায় পুলিশ

Advertisement

পৃথক দুই মামলায় নায়িকা একা’র ৬ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ রবিবার দুপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ড শুনানি হবে। চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইটি পৃথক মামলায় তিনদিন করে মোট ছয়দিন রিমান্ড আবেদন  করেছে পুলিশ।

এর আগে, শনিবার নায়িকা একা তাঁর গৃহকর্মীকে মারধর করায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরে তার বাসায় মাদকদ্রব্য খুঁজে পাওয়া গেলে অপর মামলাটি হাতিরঝিল থানা পুলিশ বাদী হয়ে করেছে।

জরুরী হটলাইন ৯৯৯-এ ফোন পেয়ে নায়িকা একার বাসা থেকে আহত অবস্থায় গৃহকর্মী হাজেরাকে উদ্ধার করে পুলিশ। পরে একাকে আটক করার সময় তার বাসা থেকে ইয়াবা, গাজা ও দেশীয় মদ জব্দ করা হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement