২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

নিউইয়র্কের জ্যামাইকায় পিঠা উৎসবে মানিকগঞ্জ শহরবাসীর মিলনমেলা

Advertisement

পিঠা উৎসব ঘিরে নিউইয়র্কে মানিকগঞ্জ শহরবাসীর মিলনমেলা বসেছিল (২০ নভেম্বর) জ্যামাইকায় ইকরা পার্টি হলে। দলমত-নির্বিশেষে সকলে মিলিত হয়ে নানা জাতের পিঠা উপভোগের সাথে বিশিষ্ট শিল্পীদের গানেও আপ্লুত হয়েছেন। ‘নারায়নগঞ্জ শহরবাসী ইউএসএ’র ব্যানারে বর্ণাঢ্য এ আয়োজনের আহ্বায়ক মাহবুব আলম এবং সদস্য-সচিব সজীব চৌধুরী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিপুল সাড়া দেয়ায়। 

ব্যতিক্রমী এ আয়োজনের যুগ্ম আহবায়কগণের মধ্যে ছিলেন সাংবাদিক আনিসুর রহমান ও মো. মোকলেসুর রহমান। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটিরস সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ কল্যান সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস, উপদেষ্টা হাসান মিনু, আলতাফ হোসেন গাজী , বীর মুক্তিযোদ্ধা নূর কাসেম গোলাপ, লাভলু মিয়া, মিতু,  মিমি,  মানিকগঞ্জ সমিতির আহসান হাবীব,  রাশেদ, আসিব খান, অ্যারোনিটিক্যাল ইনজিনিয়ার তাসমীম রহমান, সুমন,  মোশাররফ হোসেন, সফ্টওয়্যার ইনজিনিয়ার তারেক, সোলাইমান ইসলাম প্রমুখ। উপস্থাপনা করেন শুক্লা রায়। জনপ্রিয় গান পরিবেশন করেন চন্দন চৌধুরী ও কৃষ্ণাতিথি  এবং নূপুর।

চিতই, পাটি শাপটা, পায়েস, পাক পিঠা, দুধকলি, ভাপা পিঠা, মোরগ পোলাও, সমসা, বিরিয়ানিও বাদ যায়নি এ আয়োজনে। পিঠার জন্য পুরস্কারের ব্যবস্থাও ছিল।  

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement