পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসছে বাংলাদেশ ক্রিকেট দল। এখানে পৌঁছেই তারা চলে যাবে তিন দিনের কোয়ারেন্টাইনে এর পরে নিজেদের মধ্যে অনুশিরন করবেন কিউইরা। পরে ২৯ অগস্ট বিকেএসপিতে খেরবেন একমাত্র প্রস্তুতি ম্যাচ। সে ম্যাচে বাংলাদেশের স্থানীয় দলের বিপক্ষে খেলার কথা নিউজিল্যান্ডের।
মুশফিক-লিটন যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না তাই নির্বাচকরা পরিকল্পনা করছিলেন সেই ম্যাচে তাদের খেলানোর কিন্তু সেটি আর হচ্ছে না এর কারণ নিউজিল্যান্ড করোনায় দোহায় দিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আনাগ্রহ প্রকাশ করেছে। তবে এ নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্য।
এ ব্যপারে টাইগারদের নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ গণমাধ্যমে বলেছেন,‘ওরা চাইছে না প্রস্তুতি ম্যাচটি খেলতে। তবে এখনও কোন কিছু নিশ্চিত হয়নি। আলোচনা চলছে এ বিষয় নিয়ে। তিনি আরও বলেন, যেহেতু নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে না সেহেতু বাংলাদেশ দলের আলাদা করে কোন প্রস্তুতি ম্যাচ হচ্ছে না এই সিরিজের আগে।
সব কিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলি।