১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড

Advertisement

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৪ তারিখে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড। এই সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে কিউইরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এমন খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে রাখেনি নিউজিল্যান্ড।

পাকিন্তান ও বাংলাদেশ ফরের জন্য একেবারে নতুন নিয়ে দল গড়েছে নিউজিল্যান্ড। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে কাল থেকে বিশ্রমে পাঠানো হবে বাংলাদেশ দলকে। সাকিব আল হাসানও পরিবারের সাথে সময় কাটাতে রাতেই ফ্লাইট ধরেছে যুক্তরাষ্ট্রের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জ্যামিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সিফার্ট (উইক), ইশ সোধি, টিম সাউদি , অ্যাডাম মিলনে (ইনজুরি কভার)

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

সেপ্টম্বরের ১ তারিখ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement