ঘরের মাটিতে সবসময়ই শক্তিশালী দল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে জয়ের মুখ দেখেনি টায়গাররা। এই প্রথম পুর্নাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে অজিরা। আগে চার টি-টোয়েন্টির সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। তার মধ্যে দলে নেই বেশ কিছু তারকা ক্রিকেটের, যার ফলে অনেকেই ভাবছে এবারই নাকি অজিদের হারোনোর মোক্ষম সময়।
ম্যাচের আগেরদিন আজ (সোমবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়াদকে মোকাবেলা করতে হলো এমনই প্রশ্নের, উত্তরে টাইগারদের ক্যাপ্টন বলে দিলেন তাদেরও যেমন বেশ কিছু তারকা খেলোয়াড় নেই এই সিরিজে, ঠিক তেমনি আমাদেরও নেই তামিম, মুশফিক, লিটন। তাই ওভাবে না ভেবে আমাদের বেস্ট খেলাটাই খেলতে চাই।
রিয়াদ বলেন, ঘরের মাটিতে আমরা খুব ভালো দল। যেকোন প্রতিপক্ষকে নিজেদের দিনে হারাতে পারি, তাই নিজেদের খেলার দিকেই নজর থাকবে বেশি। তবে এই সিরিজ আমাদের জন্য সুযোগ আছে নিজেদের প্রমাণ করে প্রতিপক্ষকে ঘায়েল করার।
রিয়াদের ব্যটিং অর্ডার নিয়ে প্রশ্ন করলে ক্যাপ্টেন বলেন, এখন যেখানে ব্যাট করছি সেটা ভালো জায়গা এবং সেখান থেকে দলকে ভালো সাপোর্ট দেওয়া সম্ভব। সেই সাথে দলে যারা নতুন রয়েছে সোহান, শামীম এদের উপর ভরসা রাখা যয় ৬-৭ নাম্বরে।
অস্ট্রেলিয়ার পেসাররা উইকেটে গতীর ঝড় তোলে, প্রতিপক্ষের ব্যটারদের কাঁপন ধরিয়ে দেয় এ কথা জানা রয়েছে সবারই, কিন্তু রিয়াদ মানতে নারাজ। তিনি বলছেন আমাদের ব্যাটাররা যদি নিজেদের স্কিল প্রদর্শন করতে পারে, তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। রিয়াদ বলেন প্রতিপক্ষের বিপক্ষে আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চাই। এবং নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই। তবে রিয়াদের আশা সব নিয়ে অজিদের দেশে ফিরতে দেবে না বাংলাদেশ।
আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।