২৬ এপ্রিল, ২০২৫, শনিবার

স্বামীর নির্যাতন আর সহ্য করবেন না নুসরাত; প্রতিরোধ গড়ার আহ্বান

Advertisement

নারীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। শোনালেন তার জীবনের ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার মাঝে টিকে থাকার কথা; সিদ্ধান্ত ও উপলব্ধির কথা। অভিনেত্রীর মতে, দাম্পত্য জীবন বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। কেবল সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেল, নিজে ভালো থাকা যাবে না। সম্প্রতি নারীদের ক্ষমতায়ন নিয়ে এরকম বিভিন্ন বিষয়ে তার মতবাদ প্রকাশ করেন নুসরাত।

নুসরাত বলেন, ‘আমার হয়ে কেউ প্রতিবাদ করবে না; আমাকে লড়াই করতে হবে নিজের জন্য। যদি লোকভয়ে মিথ্যা জীবনযাপন করি, ভাবমূর্তি রক্ষা করার জন্য স্বামীর নির্যাতন মেনে নেই, লোকের সামনে আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা হারিয়ে যাবে। আমরা নিজেদের ক্ষতগুলোকে লুকিয়ে রাখলে একদিন নারী হিসেবে নিজস্বতা থাকবে না।’
জীবন একটাই; তাই নুসরাতের পরামর্শ- ‘মনের আনন্দে বাঁচুন সবাই।’ যেসব নারীরা বিপদে রয়েছেন বা যাদের সাহায্যের প্রয়োজন, তারা যেন প্রশাসনের দ্বারস্থ হন- সেই পথও দেখালেন নুসরাত। তিনি সহ সকলেই তাদের পাশে আছেন এই ভরসা দিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement