বেশ কয়েকমাস হলোই শোনা যাচ্ছে ক্রিস্চানিয়ো রোনালদো ছেড়ে দিচ্ছেন জুভেন্টাস। এমন গুঞ্জনে আরও একটু বেগ দিচ্ছেন স্প্যানিস সাংবাদিকরা। তারা বলছেন, এমবাপ্পে সামনের মৌসুম শেষে রিয়ালে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেবেন।
অন্যদিকে আগামী বছরের ৩০ জুন জুভেন্টাসের রোনালদোও হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তালেই তো হয়ে গেলো কারণ বিশ্বের অন্যতম সেরা এই তিন ফুটবলারকে একত্র করার ইচ্ছাটা বহু আগে থেকেই লালন করছেন পিএসজির মালিক খেলাইফি। নেইমার, মেসি তো আছেনই।
এবার রোনালদোকে আনার পালা! দলবদল নিয়েও কোনো টাকা খরচ হবে না পিএসজির। শুধু এক তারকার জায়গায় আসবেন আরেক তারকা।