নাম, কৃষ্ণা কুমারী তিওয়ারি। নেপালের গোর্খা জেলার এ নারীর প্রশিক্ষণ না থাকলেও, ছোট বেলা থেকেই নাচের প্রতি ছিল তীব্র আকর্ষণ। এই আগ্রহ ও প্রতিভা নিয়ে ৭৮ বছর বয়সে এসে এখন তিনি টিকটক স্টার। কাজ করতে করতে ক্লান্ত হলেও নাচে কখনো তার ক্লান্তি আসে না। তাই নিয়মিতই টিকটকে দেখা যায় যায় এই ৭৮ বছর বয়সী নারীকে। তার এরূপ একটি ভিডিও তে কমেন্ট পড়েছে প্রায় ৬৫ হাজারের বেশি।
রক্ষণশীল সমাজের কটূক্তির ভয়ে কৃষ্ণা কুমারী এতকাল তার শখ পূরণ করতে পারেন নি। পরিবারের ভয়ে চেপে রাখা ছোটবেলার এই স্বপ্ন পূরণ হয় টিকটক এ আসার পর। এখন তিনি ভাবেন, আরও আগে কেন নিজেকে প্রকাশ করেন নি তিনি। যেহেতু নাচই তার ভালবাসা, তাই ভক্তদের জন্য তিনি চালিয়ে যেতে চান তার এই নৃত্যচর্চা।
বিয়ে বাড়ি বা যেকোনো অনুষ্ঠানে গেলে না নেচে থাকতেই পারেন না তিনি। এই উৎসব-আনন্দে ধারণ করা তার নাচের এই ভিডিও গুলোই আপলোড করেন নিজের টিকটক আইডি তে। এরপর ভক্তদের তুমুল সাড়া দেখে অভিভূত হয়ে যান তিনি। নাচের এই অদম্য ঝোঁক নিয়ে তিনি হয়তো একদিন নাচতে নাচতেই মারা যাবেন হাসিমুখে-এরকমটাই তার ইচ্ছে।