১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

Advertisement

পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) শ্লীলতাহানির অভিযোগে আমির হোসেন নামে এক সন্তানের জনককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে ওই স্কুলছাত্রীর বাবার করা মামলায় পুলিশ ওই রাতেই অভিযুক্ত আমিরকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার এসআই তৈয়বুর রহমান জানান, রোববার সন্ধ্যায় মাছুয়াখালী গ্রামের ওই স্কুলছাত্রী মাঠে তাদের গরু খুঁজছিল।

এ সময় আমির হোসেন তাদের গরুটি পাশের একটি মাঠে আছে জানায়। এ সময় সরল বিশ্বাসে ওই ছাত্রী তার সঙ্গে ওই স্থানে গেলে তাকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করে।

এ সময় শিশুটি চিৎকার দিলে আমির হোসেন দৌড়ে পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা রোববার মধ্যরাতে (১৭ অক্টোবর) কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় আমির হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement